সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে যে, কোন মানুষ সার্চ ইঞ্জিন ব্যবহার করে, একটি ওয়েবসাইটকে ফ্রিতে সকলের কাছে পৌঁছে দিতে পারে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কে সংক্ষেপে বলা হয় এসইও।
ইন্টারনেটের ব্যবহার যত বৃদ্ধি পাচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও এর জনপ্রিয়তা ততো বৃদ্ধি পাচ্ছে।
অনেক মানুষ এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে ফ্রিল্যান্সিং কাজ হিসেবে ব্যবহার করছেন। এছাড়া যারা ব্লগিং সেক্টরে কাজ করছেন। তাদের ব্লগের পরিচিতি বাড়ানোর জন্য এসইও এর কারিশমা তো আছেই।
ইন্টারনেটের সকল প্রকার ব্যবসা-বাণিজ্য করে টিকে থাকার জন্য এসইও- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্ব অপরিসীম।
তাই আজকের এই আর্টিকেলে আমরা আপনাকে সম্পূর্ণরূপে জানানোর চেষ্টা করব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। আপনি যদি এ বিষয়ে সঠিক ধারণা যান তাহলে আমাদের লেখাটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়ুন।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এর প্রধান প্রধান উদ্দেশ্য গুলোর মধ্যে আছে :
- কোন একটি ওয়েবসাইটকে সকলের কাছে সহজে পৌঁছে দেওয়া
- ওয়েবসাইট এর জন্য জনপ্রিয়তা বৃদ্ধি করা
- ওয়েবসাইটের ভিজিটর কিংবা ট্রাফিক বাড়ানো
- বিভিন্ন ধরনের অনলাইন ইনকাম করার মূল হাতিয়ার হিসেবে কাজ করা
- তথ্য বিনিময়ে এবং প্রতিযোগিতায় টিকে থাকার বিষয়ে কাজ করা ইত্যাদি।
উপরের বিষয়গুলো ছাড়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আরো বিশেষ বিশেষ কাজে ব্যবহার করা হয়।
Read More: 5 Ways to Choose the Perfect Blogging Niche for Maximum Return
সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে ?
অনেকেই প্রশ্ন করে থাকেন স্যার ইঞ্জিন কিভাবে কাজ করে? তাদের উদ্দেশ্যে বলতে চাই- সার্চ ইঞ্জিনগুলো তৈরি করা হয়েছে মানুষের তথ্য খুঁজে পাওয়ার জন্য। সেজন্য কোন কিছু সার্চ করলে, যাতে সব থেকে সেরা তথ্য গুলো খুঁজে পাওয়া যায়। তাই সার্চ ইঞ্জিন ওয়েবসাইটগুলো কিছু প্রোগ্রাম তৈরি করে রাখে।
যা প্রতিটি ওয়েবসাইটের মধ্যে কিছু বিষয়ে তুলনা করে, ভালো ওয়েবসাইটগুলোকে সার্চ ফলাফলের সামনে নিয়ে আসে। জনপ্রিয় ওয়েবসাইট নির্বাচন করার জন্য তারা দেখে ওয়েবসাইট মানসম্মত কিনা।
ওয়েবসাইটের সকল তথ্য সাধারণ মানুষের জন্য প্রয়োজন কিনা, ওয়েবসাইটটি কিরকম জনপ্রিয়। এ বিষয় গুলো সহ আরো কিছু বিষয় নিয়ে ফলাফল প্রদর্শন করে থাকে সার্চ ইঞ্জিন।
তো চলুন সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জেনে নেই।
ক্রলিং
ওয়েব ক্রলিং এর মাধ্যমে গুগল বট যখন একটি ওয়েবের সংগ্রহ করে, তখন এই পেজে পাওয়া যায় লিংকগুলো তার ক্রলিং তালিকায় যুক্ত হয়। এই প্রক্রিয়াতে একটি লিঙ্ক অসংখ্য বার চলে আসে।
তবে গুগল বট সেগুলো বাতিল করে একটি তালিকা তৈরি করে। যাতে অল্প সময়ে পুরো ওয়েব কে কভার করা সম্ভব হয়।
এর ব্যবস্থাকে বলা হয় ডিপ ক্রলিং। কোন পেজ কত দ্রুত পরিবর্তিত হয় সেটি ঠিক করা গুগল বটের অন্যতম প্রধান কাজ।
গুগল ডাটা পেজ গুলোকে আপডেট রাখার জন্য এটি সবথেকে জরুরী। গুগল বট কোন পেজে পরিবর্তন এর একটা ফ্রেকোয়েন্সি বের করে।
এবং সেই হিসেবে ঠিক করা হয় যে, গুগল বট কত সময় পরে পরে কোন পেজ ক্রলিং করতে থাকবে। তার কারণ যেই পেজ মাসে এক বার পরিবর্তন হয়ে থাকে। সেটি কয়েক ঘন্টা পর পর ক্রলিং করা সময় নষ্ট ছাড়া কিছুই নয়।
গুগল ডাটাবেজ আপডেট করার এই ক্রলিংক এ ফ্রেশ ক্রলিং বলা হয়।
ইনডেক্স
গুগল ইনডেক্স এর কাজ তুলনামূলক অনেক সহজ হয়ে থাকে। গুগল বট ইনডেক্সার কে ক্রলিং করা পেজ গুলো এর পুরো টেক্সট দেয়। ইনডেক্সার সার্চ টার্ম গুলো কে বর্ণমালা অনুযায়ী সাজিয়ে রাখে। এবং কোন টার্ম কোথায় রয়েছে সেটি সেভ করে রাখে।
কিছু পরিবর্তন আনা হয় সেই পেজ গুলোতে। কিছু বিরাম চিহ্ন বাদ দিয়ে দেওয়া হয়। একাধিক স্পেস থাকলে সেগুরো কে বাদ দিয়ে দেওয়া হয। ইংরেজি ভাষার ক্ষেত্রের বড় হাতের অক্ষর গুলো কে বাদ দিয়ে ছোট হাতের অক্ষর পরিবর্তন করে দেওয়া হয়।
Read More: 5 Things You Must Know Before Taking SEO Copywriting Services
গুগল কুয়েরি প্রসেসর
গুগল কুয়েরি প্রসেসর যা সর্বশেষ অংশ। এটি আমাদের সার্চ ফলাফল প্রসেসিং করে থাকে। কুয়েরি প্রসেসর কয়েকটি অংশতে বিভক্ত। ইউজার ইন্টারফেস, কুয়েরি ইঞ্জিন, ফলাফল ফরমেট আরো ইত্যাদি। গুগল এর ওয়েব পেজ র্যাঙ্কিং সিস্টেম এর নাম পেজ র্যাঙ্ক।
যে পেজ এর পেজ র্যাঙ্ক যত বেশি হয় সেটি সার্চ ফলাফল এর তত উপরের দিকে থাকে।
গুগল বট যেহেতু টেক্সট এর সঙ্গে পেজ কোড এবঙ ক্রলিং করে থাকে। তাই ইউজার’রা চাইলে সার্চ টার্ম এর অবস্থান ও নিরিদ্ষ্ট করে দিতে পারে যে, সেটি লিঙ্কে থাকবে। টাইটেলে থাকবে না। যা টেক্সটে থাকবে। শুধু মাত্র টার্ম এর উপস্থিতি এর উপর ভিত্তি করে ফলাফল না দেওয়ার কারনে গুগল এর সার্চ ফলাফল মান এতটা উন্নত হয়।
বিখ্যাত কয়েকটি সার্চ ইঞ্জিন এর নাম
বর্তমানে সবচেয়ে বিখ্যাত কয়েটি সার্চ ইঞ্জিন এর নাম হলো- গুগল, ইয়াহু, বিং আরো ইত্যাদি। এই সকল ওয়েবসাইটে আপনি একটি শব্দ সার্চ বক্সে লিখে সার্চ করলে, কয়েক সেকেন্ড এর ভেতরে অনেক গুলো ওয়েবসাইট এর লিংক চলে আসবে আপনার সামনে। যেসকল লিঙ্কে গেলে আপনাদের প্রয়োজনীয় ফলাফল পেয়ে যাবেন।
তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ওয়েব ডেভেলপারদের জন্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোয়ালিটি ট্রাফিক সার্চ ইঞ্জিন হতে ব্লগে আসে। যার ফলে ব্লগ বিজ্ঞাপন ফ্রেন্ডলি হয়। পাঠক সন্তুষ্ট হয়। সেই সঙ্গে ব্লগার বিজ্ঞাপন থেকে বেশ ভালো পরিমানের ইনকাম করতে পারে। এই প্রক্রিয়া শুধু মাত্র এইটুকুর মধ্যেই সীমাবদ্ধতা না। এর চেয়ে আরো অনেক সুবিধা পাওয়া যায় সার্চ ইঞ্জিন গুলো থেকে।
Read More: 5 Steps to Start Blogging Without Investment
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) মুলত দুই ধরণের-
- অন-পেজ এসইও - সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
- অফ-পেজ এসইও - সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
অন পেজ এসইও
ব্লগ কিংবা ওয়েবসাইট এর মধ্যে আমরা যে, সকল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) করে থাকি। সেগুলোকে মূলত অন পেজ এসইও বলে।
অন পেজ এসইও এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক ভাবে কিওয়ার্ড খোজা এবং এর ব্যবহার, মেটা ট্যাগ এর ব্যবহার, টাইটেল ট্যাগ এর ব্যবহার করা, বর্ণা ট্যাগ এর ব্যবহার, কীওয়ার্ড সমৃদ্ধ আর্টিকেল তৈরি এবং এক্সএমএল সাইটম্যাপ তৈরি করা আরো ইত্যাদি।
অফ পেজ এসইও
অফ পেজ এসইও একটি গুরুত্বপূর্ণ বিষয়। যা স্থায়ী সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যার ফলে প্রতিযোগিতা মূলক রেঙ্কিং-এ একটি ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিন এর প্রথম পেজে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়। সাধারণত উন্নত ব্যাংকলিংক, কনটেন্ট মার্কেটিং, ফোরাম পোস্টিং আরো ইত্যাদি মাধ্যমে অফ পেজ এসইও করা যায়।
অফ পেজ এসইও শুধু মাত্র একটি পাতায় নয় বরং এর সঠিক ব্যবহার আপনার সম্পূর্ন ওয়েবসাইট এর উপরে প্রভাব পড়বে। মানে এর ফলে আপনার ব্যাংকলিংক বেড়ে যাবে এবং ওয়েবসাইট পোস্ট গুলো সার্চ ইঞ্জিনে বেশি বেশি রেংক হবে।
তো আপনাদের চেষ্টা করতে হবে ওয়েবসাইট এর কন্টেন্ট গুলো যাতে অন্যান্য ওয়েবসাইট এর থেকে আলাদা হয়। তারপর আপনার আর্টিকেল অনুযায়ী কিছু জনপ্রিয় কিওয়ার্ড আপনার আর্টিকেল পেজে যুক্ত করে দিবেন। আপনারা ব্লগিং, ফ্রিল্যান্সিং করতে চাইলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর দিকে নজর রাখতে হবে।
শেষ কথাঃ
আপনারা যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এবং এটি কিভাবে কাজ করে জানতে চেয়েছিলেন। তাদের সুবিধার্থে উক্ত আলোচনায় বিস্তারিত তথ্য বর্ণনা করা হয়েছে। আশা করি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) কি এই সম্পর্কে সঠিক তথ্য পেয়ে গেছেন।
আর এই পোস্ট আপনার যদি ভালো লাগে তাহলে একটি সোশ্যাল মিডিয়া শেয়ার করে দিবেন। আমাদের পক্ষ থেকে আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
0 comments