গুগল এডসেন্স হচ্ছে, গুগল দ্বারা একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক। গুগল এডসেন্স প্লাটফর্ম বা প্রোগ্রামে একজন কনটেন্ট পাবলিশার নিজের অনলাইন কনটেন্ট থেকে আয় করার জনপ্রিয় সুযোগ প্রদান করে।
আপনাদের ওয়েবসাইট বা ইউটিউব এর বিষয় বস্তু ও দর্শকদের উপর ভিত্তি করে এডসেন্স আপনাদের সাইটে বিজ্ঞাপন প্রদান করে থাকে।
যার মাধ্যমে একজন কনটেন্ট পাবলিশার হিসেবে অনলাইন থেকে টাকা আয় করতে পারে।
আপনারা ব্লগ বা ওয়েবসাইট এবং ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন গুলো বিভিন্ন বিজ্ঞাপন দাতাদের দ্বারা তৈরি করে চালোনো হয়। তাদের প্রডাক্ট বা পরিষেবা গুলো অনলাইনে প্রচার করারা উদ্দেশ্যে।
সেই প্রচারের মাধ্যমে গুগল বিজ্ঞাপন দাতাদের কাছে টাকা নিয়ে থাকেন। এবং সেই টাকা থেকে কনটেন্ট পাবলিশারদের কিছ অংশ প্রদান করে থাকে।
তো আজকের এই পোস্টে আপনাদের জানানোর চেষ্টা করব গুগল এডসেন্স কি? এবং এডসেন্স থেকৈ কিভাবে আয় করবেন। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের লেখা শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।
গুগল এডসেন্স (Google AdSense) কি ?
গুগল এডসেন্স গুগল এর একটি প্রডাক্ট যার দ্বারা বিজ্ঞাপন দাতা’রা টাকা দিয়ে যে কোন এডস ইন্টারনেটে দেখাতে পারেন। এবং পাবলিশার’রা নিজেদের ব্লগ, ওয়েবসাইট বা ইউটিউব ভিডিওতে গুগল এর বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করতে পারে।
তো আসুন আপনাকে আরো সহজ করে বলি। বিজ্ঞাপন দাতা ও পাবলিশারদের কিভাবে লাভ হয় এডসেন্স দ্বারা। যেমন-
- বিজ্ঞাপন দাতা- যারা মূলত গুগলকে টাকা দিয়ে নিজের কোম্পানির বিজ্ঞাপন ইন্টারনেটে দেখানে চান।
- পাবলিশার- যারা মূলত গুগল এর বিজ্ঞাপন নিজের ব্লগ বা ওয়েবসাইট এবং ইউটিউব ভিডিওর মাধ্যমে লোকদের দেখান।
গুগল এডসেন্স এমন একটি মাধ্যম, যার দ্বারা আপনি অনলাইন ইনকাম করতে পারবেন। তবে তার জন্যে পূর্বে আপনাদের একটি ব্লগ বা ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল থাকতে হবে।
আরো দেখুনঃ
এক্ষেত্রে, যে কোন একটি প্লাটফর্ম আপনার কাছে যদি থাকে। তাহলে খুব সহজেই গুগল এডসেন্স এ আপনার সাইট যুক্ত করে অর্থাৎ এডসেন্স আবেদন করে, এপ্রোভাল নিয়ে টাকা রোজগার শুরু করতে পারবেন।
গুগল এডসেন্সের কাজ কি ?
গুগল এডসেন্স এর কাজ হলো অনেক ধরণের ব্লগ, ওয়েবসাইট এবং ভিডিও সহ এপস-এ বিজ্ঞাপন দেখানো। এছাড়া যাদের ব্লগ বা ভিডিও গুলো তে বিজ্ঞাপন দেখানো হয় তাদের কে টাকা প্রদান করা হয়।
তবে উক্ত বিজ্ঞাপন যে গুলো আমাদের সাইটে বা ভিডিও তে দেখানো হয়। সেগুলোর জন্যে গুগল প্রথমে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে টাকা নিয়ে থাকে। তার পরে সেই টাকা থেকে ব্লগ সাইট বা ইউটিউব ভিডিও ক্রিয়েটর মালিকদের বিজ্ঞাপন দেখানোর জন্যে গুগল টাকা দিয়ে থাকে।
আপনা হয়তো চিন্তা করছেন যে, গুগল কেন পাবলিশারদের টাকা প্রদান করে। এছাড়া গুগল এর লাভ কি?
তো এই প্রশ্নের উত্তর দিচ্ছি যে, গুগল প্রথমে বিজ্ঞাপন দাতাদের যে সকল বিজ্ঞাপন ইন্টারনেটে দেখায়। সেগুলোর জন্য পর্যাপ্ত পরিমানের টাকা আগে নিয়ে নেন। এক্ষেত্রে, গুগল যে পরিমানের টাকা বিজ্ঞাপনদাতাদের কাছে নেই।
তার সম্পূন্ন টাকা কনটেন্ট পাবলিশারদের প্রদান করেন না। সেখান থেকে অল্প পরিমানের টাকা কনটেন্ট পাবলিশারদের প্রদান করে থাকেন।
গুগল এডসেন্স কিভাবে টাকা প্রদান করে ?
বিশেষ করে, আমরা যখন নিজের ব্লগ, ওয়েবসাইট এবং ইউটিউব ভিডিও তে গুগল এডসেন্স-এ বিজ্ঞাপন যুক্ত করি তখন সেখানে বিভিন্ন বিজ্ঞাপন দেখায়।
আর যখন আমাদের ওয়েবসাইট বা ভিডিওতে দর্শক প্রবেশ করে, যখন সেই বিজ্ঞাপন গুলো দেখে সেগুলোতে ক্লিক করে, তখন গুগল এডসেন্স সেই ভিউ এবং ক্লিক এর জন্য টাকা প্রদান করে থাকে।
এরকম ভাবে গুগল এডসেন্স বিজ্ঞানে ভিউ ও ক্লিক হতে থাকে। আর যখন এডসেন্স একাউন্টে সর্বমোট ১০০ ডলার হবে, তখন গুগল পাবলিশারের নির্দিষ্ট ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দেন। আর এডসেন্স এর টাকা প্রদান করার একটি নির্দিষ্ট সময় আছে। সেটি হলো এডসেন্স এ যখন 100 ডলার বা আরো বেশি হবে, তখন গুগল প্রতি মাসের ২১ তারিখে পাবলিশারের ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দেয়।
গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা আয় করবেন ?
গুগল এডসেন্স হতে অনলাইন ইনকাম করার জন্যে আপনার একটি ব্লগ ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। যদি ওয়েবসাইট হয় তাহলে সেখানে নিয়মিত ভাবে আর্টিকেল লিখতে হবে। অন্যদিকে ইউটিউব চ্যানেল তৈরি করলে, সেখানে নিয়মিত ভাবে ভিডিও আপলোড করতে হবে।
- প্রতি মাসে অনলাইন থেকে ১ লক্ষ টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশ থেকে | চাইলে আপনিও শুরু করতে পারেন।
আপনাদের যখন ব্লগ ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে ট্রাফিক/ ভিজিটর আসতে থাকবে। তখন আপনি গুগল এডসেন্স এপ্রোভাল পাওয়ার জন্য আবেদন/ Apply করতে পারবেন। গুগল এডসেন্স যদি এপ্রোভাল হয়। তবে আপনি নিজের ব্লগ বা ওয়েবসাইট কিংবা ভিডিও তে বিজ্ঞাপন/ এডস দেখাতে পারবেন।
এরকম ভাবে আপনাদের ব্লগ সাইট বা ইউটিউব ভিডিও তে দেয়া বিজ্ঞাপন মানুষ দেখবে কিংবা সেখানে ক্লিক করবে, তত বার আপনাকে গুগল এডসেন্স এর পক্ষ থেকে টাকা প্রদান করবে।
আপনাদের গুগল এডসেন্স একাউন্টে 100 ডলার হবে। তখন প্রতি মাসের ২১ তারিখে ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দিবে।
এডসেন্স সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ
গুগল অ্যাডসেন্স প্রতি ১০০০ ভিউতে কত টাকা দেয় ?
অনেকে জানতে চাই, গুগল এডসেন্স প্রতি ১০০০ ভিউতে কত টাকা দেয়। তো এই প্রশ্নের উত্তরে বলতে চাই সকলের ইনকামের পরিমাণ একই হবে না। তবে অনেকের ব্লগ সাইটে 1000 ভিউ-এ 5-10 ডলার ইনকাম করে থাকে। আবার অনেক ব্লগ সাইটে 1000 ভিউ-এ 1 ডলার থেকে 2 ডলার প্রদান করে থাকে।
কারণ গুগল এডসেন্স এমন কিছু বিজ্ঞাপন প্রদান করে, যার প্রতিটি বিজ্ঞানের ক্লিক রেট একই রকম হয় না। সেই জন্য সব সময় ইনকাম এর পরিমাণ একই থাকে না।
শেষ কথাঃ
আমরা আশা করি যে, গুগল এডসেন্স কি? গুগল এডসেন্স এর কাজ কি? সেই সঙ্গে গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করবেন। সেই বিষয়ে বিস্তারিত ধারণা পেলেন। এখন আপনি যদি নিজের ঘরে বসে টাকা আয় করতে চান?
তাহলে নিজের একটি ব্লগ সাইট বা ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ শুরু করে দিন।
ধন্যবাদ।
0 comments