icon
Article Details

ডোমেইন হোস্টিং কেনার আগে যে বিষয় গুলো দেখে নেওয়া উচিত । ডোমেইন হোস্টিং এর দাম

img by Tarek
13 Nov, 2023

ডোমেইন হোস্টিং এর দাম : আমরা জানি যে, একটি ওয়েবসাইট তৈরি করতে গেলে ডোমেইন হোস্টিং এর দরকার হয়। ডোমেইন হোস্টিং কি হোস্টিং এর দাম কত হতে পারে। কিভাবে একটি ডোমেইন ও হোস্টিং ক্রয় করতে হয় সে বিষয়ে প্রথম অবস্থায় হয়তো সকলের ধারণা থাকে না। 

তো বন্ধুরা যারা চিন্তা করছেন একটি নতুন ওয়েবসাইট তৈরি করবেন। কিন্তু কিভাবে ডোমেইন হোস্টিং কিনবেন তা বুঝতে পারছেন না? তাদের জন্য আজকের এই আর্টিকেলটির প্রস্তুত করা হয়েছে। 

আমাদের এই পোস্টে ডোমেইন হোস্টিং এর দাম কত এ বিষয় নিয়ে শুরু করে, কিভাবে একটি ডোমেন এবং একটি হোস্টিং কিনে ওয়েবসাইট বানাতে হয়। সে বিষয়েও ধারণা দেওয়ার চেষ্টা করব। 

সেই সাথে ডোমেন হোস্টিং কেনার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে এবং কি কি বিষয় বর্জন করতে হবে। তার বিষয়ে আমরা সঠিক ধারণা দেবো। তাই চলুন আর সময় নষ্ট না করে ডোমেন হোস্টিং কি এবং ডোমেন হোস্টিং এর দাম কত সে বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক। 

ডোমেইন হোস্টিং কি?

বর্তমান সময়ে অনেকেই আছেন যারা ডোমেন হোস্টিং এ দুটিকে একই মনে করে থাকেন। যারা এ দুটিকে একই মনে করেন, তাদের উদ্দেশ্যে বলবো ডোমেইন ও হোস্টিং দুইটি সম্পূর্ণভাবে আলাদা জিনিস। 

ডোমেইন ও হোস্টিং মূলত ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আর বর্তমান সময়ে একটি ওয়েবসাইট এর প্রয়োজনীয়তা অনেক বেশি। তাই একটি ওয়েবসাইট তৈরি করার কথা চিন্তা করলেই প্রথমে আপনাকে ডোমেইন হোস্টিংয়ের কথা চিন্তা করতে হবে। 

আমি আপনাকে সহজ ভাষায় বোঝানোর জন্য ডোমেইন কে আলাদাভাবে পরিচয় করে দিব। এবং হোস্টিং কে আলাদাভাবে পরিচয় করিয়ে দেবো তার জন্য নিচের তথ্য গুলো দেখুন। 

  1. ডোমেইন- ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইটের নাম বা ঠিকানা। 
  2. হোস্টিং- হোস্টিং হচ্ছে একটি ওয়েবসাইটকে ইন্টারনেটে সংরক্ষিত করার জন্য নির্দিষ্ট জায়গায়, স্পেস বা মেমুরি। 

একটি ওয়েবসাইটের জন্য ডোমেন হোস্টিং হলো অত্যাবশ্যকীয় সরঞ্জাম। শুধুমাত্র এই দুইটি জিনিস হলেই একটি ওয়েবসাইট বানিয়ে নেয়া যায়। 

ডোমেইন হোস্টিং মূলত মাসিক ভিত্তিতে এবং বার্ষিক ভিত্তিতে ভাড়া নিতে হয়। সারা পৃথিবীতে অনেক ডোমেন এবং হোস্টিং প্রোভাইডার আছে। যারা এগুলো প্রতি মাসের জন্য এবং বাৎসরিক ভিত্তিতে ভাড়া প্রদান করা থাকে টাকার বিনিময়ে। তার মধ্যে উল্লেখযোগ্য জনপ্রিয় ইন্টারন্যাশনাল ডোমেইন হোস্টিং প্রোভাইডার- namecheap.com. ওয়েবসাইট থেকে আপনি যদি ডোমেন হোস্টিং কিনতে চান তাহলে ডলারের মাধ্যমে পে করতে হবে।

অন্যদিকে আপনি যদি বাংলাদেশী হয়ে থাকেন। সেক্ষেত্রে বাংলাদেশের জনপ্রিয় বিভিন্ন ওয়েবসাইট অর্থাৎ ডোমেন হোস্টিং প্রোভাইডার পেয়ে যাবেন সেগুলো থেকে বিকাশ, নগদ, রকেট একাউন্টের মাধ্যমে পে করে ডোমেন হোস্টিং কিনতে পারবেন। 

Read More: Best WordPress Hosting company with plans & Pricing 2023

ডোমেইন হোস্টিং এর দাম কত ?

ডোমেইন হোস্টিংয়ের দাম বিভিন্ন কোম্পানি ভেদে বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমি আপনাদের ধারণা দিতে পারি ডোমেইন হোস্টিং কিনতে কত টাকা লাগবে। 

  • আপনি যদি একটি ডোমেইন বাৎসরিক ভিত্তিতে কিনতে চান? সেক্ষেত্রে আপনার 10 ডলার থেকে 20 ডলার পর্যন্ত খরচ করতে হবে। 
  • অন্যদিকে আপনি যদি একটি হোস্টিং বার্ষিক ভিত্তিতে কিনতে চান? সেক্ষেত্রে 30 ডলার থেকে 50 ডলার পর্যন্ত খরচ করতে হবে। 
  • অর্থাৎ আপনি যদি এক বছরের জন্য ডোমেইন কিনতে চান? সে ক্ষেত্রে বাংলাদেশী টাকায় আপনার খরচ পর্বে ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত। 
  • আবার আপনি যদি বাংলাদেশী টাকায় বাষিক ভিত্তিতে হোস্টিং কিনতে চান? তাহলে 3000 টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত লাগতে পারে। 

আপনারা ডোমেইন হোস্টিং একত্রিত কিনতে চাইলে, বাংলাদেশি টাকায় সর্বমোট ৫ হাজার টাকা হলেই হয়ে যাবে। 

বাংলাদেশী কোম্পানিগুলোতে ডোমেইন হোস্টিং এর দাম কত ?

আপনারা যারা বাংলাদেশ থেকে ডোমেইন হোস্টিং কিনতে আগে থাকেন। তাহলে, এমন অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। যেগুলোতে অল্প টাকায় ডোমেন হোস্টিং কিনতে পারবেন। 

এক্ষেত্রে আপনি ১৫০০ টাকা থেকে শুরু করে 5000 টাকা খরচ করলে বাংলাদেশে কোম্পানি ওয়েবসাইট গুলো থেকে ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। 

আবার এমন কতগুলো কোম্পানি রয়েছে যারা সব থেকে অল্প দামে ডোমেন হোস্টিং সার্ভিস প্রদান করে থাকে। তবে আমি আপনাকে পরামর্শ দিব। বাংলাদেশি ফাউল ডোমেইন হোস্টিং এর কাছ থেকে না নিয়ে ইন্টারন্যাশনাল প্রোভাইডার কিছু টাকা বেশি লাগলেও বিশ্বস্ততার সাথে নেমচিপ থেকে ডোমেইন হোস্টিং কিনুন। 

বাংলাদেশের সেরা ডোমেন হোস্টিং কোম্পানি এবং মূল্যের তালিকা

কোম্পানির নাম

হোস্টিং এর দাম

হোস্টিং টাইপ

স্টোরেজ

.com ডোমেনের দাম

Exon Host

এক বছরের জন্য ২,২৫০/- টাকা

বেসিক

৫ জিবি

৬৯৯/- টাকা

Hostever

এক বছরের জন্য ১,৫০০/- টাকা

বেসিক

৫ জিবি

৭৫০/- টাকা

Web Host BD

এক বছরের জন্য ১,৫০০ টাকা/-

বেসিক

২ জিবি

৯৫০/- টাকা

MyLightHost

এক বছরের জন্য ৩,০০০/- টাকা

বেসিক

৫ জিবি

৯৫০/- টাকা

HostMight

২০০০ টাকা/বছর

স্ট্যান্ডার্ড

৫ জিবি  

৬৯৯/- টাকা

বিশেষ দ্রষ্টব্যঃ উপরে উল্লেখিত কোম্পানিগুলোর পক্ষ থেকে আপনি যদি হোস্টিং কিনেন সেক্ষেত্রে ডট কম ডোমেইন এক বছরের জন্য বিনামূল্যে পাবেন। কিন্তু পরবর্তীতে আপনাকে ডোমেন হোস্টিং রিনিউ করার জন্য পুনরায় খরচ করতে হবে। 

Read More: ওয়েব হোস্টিং কি ? হোস্টিং এর দাম এবং কোন প্রকার হোস্টিং অনেক জনপ্রিয়

বাংলাদেশের সেরা ডোমেইন হোস্টিং কোম্পানি কোনগুলো

বাংলাদেশের অনেক জনপ্রিয় ডোমেন হোস্টিং প্রোভাইডার আছে। যারা অনেক অল্প দামের মধ্যে মোটামুটি ভালো মানের সার্ভিস প্রদান করে থাকেন। 

আমরা আপনাদের সুবিধার্থে বাংলাদেশি নাম জানিয়ে দিচ্ছি। সেগুলো হলো-

DianaHost 

আমরা একটি সূত্রের মাধ্যমে জেনেছি ডায়না হোস্ট মোটামুটি ভালো মানের হোস্টিং সার্ভিস প্রদান করে থাকে। তবে আমি কখনো এই কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং ব্যবহার করিনি। কিন্তু এখানে হোস্টিং এর দাম অনেক কম।এই ডোমেইন হোস্টিং প্রোভাইডার বাংলাদেশের মধ্যে সেরা ডোমেন হোস্টিং প্রোভাইডার নামে পরিচিত। 

Exonhost

আপনারা উপরে যে ডোমেইন হোস্টিং কোম্পানিটি দেখলেন। তার তুলনায় Exonhost কোম্পানিতে আপনারা ভালো মানের ডোমেন হোস্টিং পাবেন।

আর সবথেকে মজার বিষয় হলো আপনারা এই কোম্পানি থেকে ডোমেন হোস্টিং বিকাশ নগর রকেট এর মাধ্যমে পে করে কিনতে পারবেন।

এখানে অন্যান্য ডোমেন প্রোভাইডারদের থেকে অনেক কম দামে ডোমেন হোস্টিং কেনা যায়। 

Hostever

আমি সর্বশেষ আরো একটি ভালো ডোমেইন হোস্টিং কোম্পানির সাথে পরিচয় করে দিয়েছে সেটি হল- Hostever. এই ডোমেইন হোস্টিং এর কাছ থেকে প্রোডাক্ট কেনার পর আপনি নিশ্চিন্তে ওয়েবসাইট ব্যবহার করা শুরু করতে পারেন। 

উপরে উল্লেখিত ডোমেন হোস্টিং প্রোভাইডার গুলো ছাড়া আরো অসংখ্য বাংলাদেশী কোম্পানির রয়েছে। যেখান থেকে আপনারা পছন্দমত ডোমেন হোস্টিং কিনে ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। 

ডোমেইন হোস্টিং কেনার আগে যে বিষয় গুলো দেখে নেওয়া উচিত ?

আপনি যদি ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান সেক্ষেত্রে ডোমেন হোস্টিং কিনতে হবে। কিন্তু কেনার আগে কিছু বিষয়ের উপর খেয়াল রাখতে হবে তা না হলে ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হবে। 

তাই চলুন দেখে নেয়া যাক ডোমেন হোস্টিং কেনার আগে যা যা জানা প্রয়োজন।

ডোমেইন হোস্টিং এর দাম

ডোমেইন হোস্টিং ক্রয় করার আগে এগুলোর দাম সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে। এমন অনেক কোম্পানি আছে যারা অনেক অল্প দামে ডোমেইন হোস্টিং সার্ভিস প্রদান করার লোভনীয় প্রস্তাব দিয়ে থাকে। তাদের কাছ থেকে আপনারা কখনোই ডোমেন হোস্টিং কিনতে যাবেন না। 

আবার অনেক কোম্পানি রয়েছে যারা তুলনামূলক অনেক বেশি দাম চেয়ে থাকে। যারা নতুন ওয়েবসাইট তৈরি করে ব্লগিং করবেন তারা বেশি পরিমাণের দাম দিয়ে ডোমেইন হোস্টিং কিনবেন না। 

হোস্টিং স্পেস

আপনি যদি নতুন কোন ওয়েবসাইট তৈরি করতে চান? সে ক্ষেত্রে আপনার জন্য প্রথম অবস্থায় ১ জিবি হোস্টিং যথেষ্ট হবে। 

অন্যদিকে 1gb হোস্টিং এর দাম ১০০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত হতে পারে। আপনি হোস্টিং কিনতে যাবেন, তখন বিভিন্ন কোম্পানি আপনাকে প্রস্তাব দিতে পারে 2 জিবি বা 4 জিবি হোস্টিং নেওয়ার জন্য। তাই তাদের কথায় কান না দিয়ে বাড়তি টাকা খরচ না করাই উত্তম। 

একটি ওয়েবসাইটে যত পরিমানের কন্টেন্ট থাকুক না কেন? এক বছরের মধ্যে ১ জিবির বেশি দরকার হবে না। 

মানিব্যাক গ্যারান্টি

ডোমেইন হোস্টিং প্র-এর জন্য মানিব্যাক গ্যারান্টি থাকলে অনেক সুবিধা থাকবে। অধিকাংশ কোম্পানিগুলো তাদের সার্ভিসের জন্য ৩০ দিনের মানিব্যাক গ্যারান্টি প্রদান করে থাকে। 

তাই আপনি যে কোম্পানির থেকে ডোমেন হোস্টিং কিনবেন তারা যদি মানিব্যাগ গ্যারান্টি দেয়। তাহলে ৩০ দিন ব্যবহারে তাদের সার্ভিস পছন্দ না হলে, আপনি টাকা ফেরত নিয়ে নিতে পারবেন। তাই ডোমেন হোস্টিং কেনার আগে অবশ্যই মানিব্যাগ গ্যারান্টি দিয়েছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখবেন।

কাস্টমার সাপোর্ট

একটি ওয়েবসাইট তৈরি করার পরে সেই ওয়েবসাইটে অনেক ধরনের টেকনিক্যাল সমস্যা দেখা দিতে পারে। এজন্য ডোমেইন হোস্টিং কোম্পানি থেকে সাপোর্ট নেওয়ার দরকার হবে।

নতুন অবস্থায় আপনি সকল টেকনিক্যাল সমস্যার সমাধান নাও করতে পারেন। এজন্য হোস্টিং কোম্পানি থেকেও আপনি সাপোর্ট না পান। তাহলে এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। 

তাই ডুমেন্ট হোস্টিং কেনার আগে দেখে নিবেন, লাইফ টাইম কাস্টমার সাপোর্ট দেয় কিনা। যে কোম্পানিগুলো কাস্টমার সাপোর্ট প্রদান করে, সেই কোম্পানিগুলো থেকে ডোমেইন হোস্টিং কিনবেন। যদি কোন সমস্যা দেখা দেয়, আপনারা লাইভ চ্যাট করে, সেই সমস্যার সমাধান করে নিতে পারবেন। 

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা ডোমেইন হোস্টিং এর দাম কত এবং ডোমেন হোস্টিং কেনার আগে যে বিষয়গুলো জেনে নেওয়া উচিত, সে সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করে অনলাইনে টাকা ইনকাম করতে চান? তাহলে ডোমেইন হোস্টিং কেনে একটি ওয়েবসাইট বানিয়ে ফেলুন।

তো কিভাবে আপনারা একটি ওয়েবসাইট তৈরি করবেন? সে বিষয়ে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আর ওয়েবসাইট তৈরি করার পর কিভাবে আর্টিকেল লিখে ইনকাম করবেন। সে বিষয়ে জানতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। 

কারণ আমাদের এই ওয়েবসাইটে সকল প্রকার অনলাইনে সহজ ইনকাম বিষয়ে টিপস এন্ড ট্রিকস প্রদান করা হয়। তো সর্বশেষ বলা যায় আপনি যদি আমাদের এই আর্টিকেলটি পরে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনার মতামত জানাবেন। 

আর যদি সম্ভব হয় এই আর্টিকেলটি আপনার বন্ধুদের জানাতে একটি সোশ্যাল মিডিয়া শেয়ার করে দিবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা।  

Related News

View All

To Write Your Thoughts Please Log in First

Login
Home
Task
My Team
Latest News
User Guide